
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা, পাশে থাকলেন পাওয়ার ও রাহুল-রা
রাষ্ট্রপতি নির্বাচনে আজ সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা মনোনয়নপত্র দাখিল করলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিও ছিলেন। ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সপা নেতা অখিলেশ যাদব। মনোনয়ন দাখিলের পর আজ ফের সংসদে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবে অ-বিজেপি দলের নেতৃত্ব। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশ।