ঘন কুয়াশার জেরে দিল্লি তথা উত্তর ভারতে বাতিল ২৫টির বেশি ট্রেন

ঘন কুয়াশায় জেরবার রাজধানী দিল্লি সহ উত্তর ভারত। এরফলে ব্যাহত হয়েছে বিমান থেকে শুরু করে ট্রেন পরিষেবা। শনিবার সকালে ২৫টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে বিমান দেরিতে চলায় ভোগান্তির মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। এদিন রাজধানী দিল্লীর পাশাপাশি শ্রীনগর, চণ্ডিগড়, আগ্রা, লখনউ, অমৃতসর এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

error: Content is protected !!