প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বিদ্যুৎহীন ৮ লক্ষের বেশি মানুষ
প্রবল তুষারঝড় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে। যার জেরে বিদ্যুৎহীন ৮ লক্ষের বেশি মানুষ। মঙ্গলবার থেকে তুষারঝড় শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। ১২টি জেলায় বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ। পুরু বরফের আস্তরণ শহরজুড়ে। পর্যটক থেকে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। তুষারঝড়ের পর একাধিক রাস্তা বন্ধ। যান চলাচলও ব্যাহত। এই পরিস্থিতিতে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধেয় তুষারঝড়ের পর নিউ ইয়র্কেও সতর্কতা জারি করা হয়েছে। তুষারঝড়ের মাঝেই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এরফলে উপকূলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।