
পহেলগাঁও হামলা শোকার্ত গোটা দেশ, চেন্নাইয়ে কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং
পহেলগাঁও ঘটনার জের। চেন্নাইয়ে কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। আগামী রবিবার, ২৭ এপ্রিল চেন্নাইতে কনসার্ট ছিল তাঁর। তবে পহেলগাঁওয়ের ঘটনায় শোকার্ত গোটা দেশ। এই সময়ে কনসার্ট করতে নারাজ অরিজিৎ। কনসার্টের আয়োজকদের তরফে এক বিবৃতি দিয়ে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে, যাঁরা ওই অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা প্রত্যেকে টাকা ফেরত পাবেন। টাকা সরকারি অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অরিজিতের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনুরাগীরা। গত বুধবার পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে চিন্তা থামাতে পারছি না। একটি শান্ত, সুন্দর জায়গায় কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? আমাদের দেশের আত্মায় বড়সড় ক্ষত।’