
দিল্লিতে পাক হাই-কমিশনের আধিকারিককে বহিষ্কার পাল্টা ভারতীয় কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ ইসলামাবাদের
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গুপ্তচরবৃত্তির অভিযোগে উঠেছে এক পাক কূটনৈতিকের বিরুদ্ধে ৷ মঙ্গলবার পাক হাইকমিশনের ওই আধিকারিককে বহিষ্কার করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে বিষয়টি জানিয়েছে ৷ পাল্টা পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে বহিষ্কার করার কথা জানিয়েছে ৷ বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকার নয়াদিল্লির পাক হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ৷ কেন্দ্রীয় সরকার মনে করে, ওই আধিকারিক ভারতে থেকে এমন সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন তার পদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৷ এই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে ৷ পাকিস্তান হাই কমিশনের চার্জ ডি’ অ্যাফেয়ার্সকেও এই পদক্ষেপের কথা জানানো হয়েছে ৷ এই বিবৃতি জারির কয়েক ঘণ্টা পর ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত এক ভারতীয় কর্মীর বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে পাক বিদেশ মন্ত্রক ৷ একইভাবে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সপরিবার ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ কয়েকদিন আগে পঞ্জাব পুলিশ গুপ্তচরবৃত্তি সংক্রান্ত একটি মামলার তদন্ত শুরু করছে ৷ সেই ঘটনার সূত্র ধরেই এই পাক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে বলে খবর ৷ গত রবিবার, ১১ মে পঞ্জাব পুলিশ এক মহিলা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছিল ৷ অভিযোগ, তারা নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক পাক আধিকারিককে ভারতের গোপন খবরাখবর পাচার করছিল ৷ ডিজি গৌরব যাদব জানান, “বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ৷ সে পাকিস্তানের এক হ্যান্ডলারের কাছে ভারতীয় সেনার গতিবিধি সম্পর্কে তথ্য ফাঁস করেছে ৷” এর আগে অমৃতসর গ্রামীণ পুলিশ মাসিহ এবং সূরজ মাসিহ নামের দুই ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল ৷ তাদের বিরুদ্ধে ভারতের সেনা ছাউনি এবং ক্যান্টনমেন্ট এলাকার সংবেদনশীল তথ্য, ছবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ৷ ডিজি গৌরব যাদব জানান, অভিযুক্তরা গোপন তথ্য পাচার করে অনলাইনে টাকা পেত ৷