ভারতের সঙ্গে বাণিজ্যে ‘না’, আকাশপথে নিষেধাজ্ঞা ঘোষণা পাকিস্তানের 

ভারতীয় বিমানের জন্য দেশের আকাশপথ বন্ধ করল পাকিস্তান ৷ বন্ধ হল ওয়াঘা সীমান্তও ৷ পাশাপাশি ভারতের সঙ্গে সবরকম বাণিজ্য বাতিল করল শেহবাজ শরিফের সরকার ৷ তৃতীয় কোনও দেশের মধ্যে দিয়েও ভারতের সঙ্গে বাণিজ্য করবে না তারা ৷ ইসলামাবাদের হুঁশিয়ারি, সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত যদি পাকিস্তানে জল দেওয়া বন্ধ করা বা গতিপথ বদলের চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ সেই পদক্ষেপকে যুদ্ধ বলেই গণ্য করবে ৷ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত ৷ এরপর বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক (এনএসসি) হয় ৷ বৈঠক শেষে একটি বিবৃতি জারি করে শরিফ সরকার জানায়, পাকিস্তানের সার্বভৌমত্ব, নিরাপত্তাকে হুমকি দিলে সমস্তভাবেই তার যথাযোগ্য উত্তর দেওয়া হবে ৷ ৩০ এপ্রিলের মধ্যে ভারতীয় হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷ ইসলামাবাদও ভারতের মতো সার্ক ভিসা প্রকল্পের আওতায় ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করল ৷ শুধুমাত্র শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৷ পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, উপ-প্রধানমন্ত্রী ইশাক দর একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ভারতের সিদ্ধান্তগুলিকে ‘অপরিণত’ ও ‘হঠকারী’ বলেছেন ৷ তিনি বলেন, “ভারত কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷ তাদের এই জবাব অপরিণত ৷” পাকিস্তান যখন নিজেদের সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানাল তার কিছুক্ষণ বাদেই সর্বদলীয় বৈঠকে বসে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ৷ এর আগে বুধবার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি-র (সিসিএস) বৈঠক হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালনা এবং ২৬ জনের মৃত্যুর পর ভারত, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা-সহ পাঁচটি কড়া পদক্ষেপ করেছে ৷ এই পদক্ষেপগুলিকে স্বাগত জানিয়েছে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ৷ এদিকে আগামিকালই শ্রীনগরে যাচ্ছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ৷ তিনি উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন ৷

error: Content is protected !!