পাকিস্তানিতে উদ্বোধনের দিনই শপিং মলে দেদার লুট
চরম আর্থিক অনটনের জেরে দু’বেলা খেয়ে পরে বাঁচাটাই এখন পাকিস্তানিদের কাছে স্বপ্ন। তাই হাতের কাছে যা মিলছে তাই লুট করে নিচ্ছেন পড়শি দেশের বাসিন্দারা। বিদেশি ধাঁচে তৈরি শপিং মলে ঢুকে দেদার লুটপাট চালাল জনতা। ঘটনা শুনে স্তম্ভিত বিশ্ব। ‘ড্রিম বাজার’ নামে বিদেশি ধাঁচে শপিং মল গড়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন এক পাকিস্তানি ব্যবসায়ী। কিন্তু সাধ করে তৈরি সেই স্বপ্নের বাজার উদ্বোধন হতে না হতেই যা ঘটল, তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই ব্যবসায়ী। উদ্বোধনের দিনই চোখের নিমেষে লুট হয়ে গেল শপিং মল। দেদার জিনিস তুলে ছুট পাকিস্তানিদের। গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুলিশ। করাচির গুলিস্তান-এ-জোহার এলাকায় এই বিশাল শপিং মল তৈরি করেছিলেন এক ব্যবসায়ী। যিনি পাকিস্তানের বাসিন্দা হলেও কর্মসূত্রে বিদেশে থাকেন। শপিং মলের উদ্বোধন উপলক্ষে গত প্রায় এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হয়। উদ্বোধনের দিন গ্রাহক সংখ্যা বাড়াতে কেনাকাটার উপর বিপুল ছাড়ও ঘোষণা করা হয়েছিল।