
পহেলগাঁও কাণ্ডের জের, ভারতে বন্ধ হল পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল
পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়েছে ভারত ৷ পাঁচ ধরনের কূটনৈতিক স্ট্রাইকের পর এবার পাক সরকারের এক্স হ্যান্ডেল দেশে বন্ধ করল ভারত ৷ পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরই উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সৌদি সফর কাটছাঁট করে বুধবারই দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপরই দফায় দফায় শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেন ৷ সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের বৈঠক হয় দিল্লিতে ৷ আর এরপরই পাকিস্তানের উপর একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ভারত ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে এই চাপানউতোর আরও তীব্র হল বৃহস্পতিবার ৷ ভারতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। ভারতে ‘এক্স’-এ @GovtofPakistan অ্যাক্সেস করার চেষ্টা করা ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান ৷ যেখানে বলা হয়েছে, আইনি দাবির প্রতিক্রিয়ায় অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। 22 এপ্রিল সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে ৷ দেশকে নাড়া দেওয়ার মতো এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে ভারত সরকার। হামলার পর, ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সিসিএস বৈঠকে, ভারত 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাখ্যান করে ততদিন পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে । ভারত অবিলম্বে আর্টারি চেক পোস্ট বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে । যা এদিন থেকেই কার্যকর হয়েছে ।