পাকিস্তানে লাইনচ্যুতে মালবাহী ট্রেন, উল্টো গেল ৫টি বগি

পাকিস্তান ও ইরানের মধ্যে চলাচলকারী পণ্য পরিবহণকারী ট্রেন উল্টে গেল। ইরানের জাহেদান থেকে দালবানদিনে যাওয়ার পথে পাকিস্তানের ছাগাইয়ে মালবোঝাই এই ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনটির অবস্থা খারাপ ছিল। ফলে ট্রেনটি সেভাবে জোরে না গেলেও লাইনটি সরে যায়। আপাতত এই লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ মারা না গেলেও বেশ কিছু জিনিস ক্ষতি হয়েছে। ব্যবসায়িক কারণে পাকিস্তান ও ইরানের মধ্যে ট্রেন চলাচল করে।

error: Content is protected !!