পাকিস্তানের কোয়েটা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৪, আহত ৪৪
পাকিস্তানের কোয়েটা স্টেশনে বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, বালোচিস্তান পুলিশের ইনস্পেক্টর জেনারেল মুজ্জম জাহ আনসারি জানিয়েছেন যে ইনফ্র্যান্টি স্কুলের সেনা অফিসারদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে অনেকে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানিয়েছেন যে সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত ৪৪ জনকে আনা হয়েছে। পদস্থ আধিকারিক জানিয়েছেন যে বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিতে যাওয়ার ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন প্রায় ১০০ জন যাত্রী। সেইসময় বিস্ফোরণ ঘটেছে। যে হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে যে স্টেশনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।