পাক পণ্যে নিষেধাজ্ঞা জারি হতেই পালটা ভারতীয় জাহাজের জন্য নিজেদের বন্দর বন্ধের ঘোষণা পাকিস্তানের

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের উপর একাধিক ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শনিবারই নয়াদিল্লি জানিয়েছিল, পাকিস্তানের পতাকা থাকা জাহাজকে ঢুকতে দেওয়া হবে না ভারতের বন্দরে। নয়াদিল্লির এই পদক্ষেপের পাল্টা দিল ইসলামাবাদ। পাকিস্তানও নিজেদের বন্দরে ভারতের জাহাজ ঢুকতে দেবে না বলে জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এ ভারতীয় জাহাজে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাকিস্তানের পোর্টস অ্যান্ড শিপিং মন্ত্রক এ সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে। পাক বন্দরে ভারতীয় জাহাজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে ইসলামাবাদ জানিয়েছে, প্রতিবেশী দেশের সঙ্গে মেরিটাইম পরিস্থিতির জটিলতার মধ্যেই জলসীমার সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য ভারতীয় পতাকা লাগানো কোনও জাহাজকে পাকিস্তানের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের কোনও জাহাজও ভারতের বন্দরে ভিড়বে না। এখনই থেকেই এই নির্দেশ লাগু হবে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ পর্যটক সহ মোট ২৭ জনকে গুলি করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর পর থেকেই যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে। স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া, সিন্ধুর জল বন্ধ, পাক নাগরিকদের ভারত ছাড়তে আগেই বলেছিল ভারত। শনিবার নতুন করে তিনটি নিষেধাজ্ঞা জারি করে ভারত। ভারতের বন্দরে পাকিস্তানি জাহাজ আসতে না দেওয়া, পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধ করা এবং দুই দেশের মধ্যে ডাকব্যবস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এর পরই পাল্টা পদক্ষেপ করল পাকিস্তান।

error: Content is protected !!