জঙ্গিদের পাশেই ছিল পাকসেনা! ওদের আধুনিক অস্ত্র মাটিতে গড়াগড়ি খেয়েছে, ক্ষয়ক্ষতির দায় পাকিস্তানের

পাকিস্তানের লম্বাচওড়া কথাই সার। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে দুরমুশ হয়েছে পাক আক্রমণ। ছবি, ভিডিয়ো দেখিয়ে সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা করলেন ডিজি এয়ার অপারেশন এয়ার মার্শাল এ কে ভারতী। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন কীভাবে চিন ও তুরস্কের অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে। এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, গতকাল ৩ বাহিনী কীভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছিল সেই ব্যাপারে বলা হয়েছিল। আমাদের লড়াইটা জঙ্গিদের বিরুদ্ধে। পাক সেনার বিরুদ্ধে নয়। তবে দুঃখের বিষয় হল পাকসেনা এর সঙ্গে  নিজেদের জড়িয়ে নিয়েছে এবং আমাদের পাল্টা জবাব দিতে বাধ্য করেছে। গত ৭ মে আমরা কেবল জঙ্গি ঠিকানাতেই হামলা করেছিলাম। কিন্তু পাকস্তানি সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে। এর জন্য ওদের যে ক্ষতি হয়েছে তার দায় ওদেরই। ওদের হামলার সামনে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। পাক সেনার অনেক চেষ্টার মধ্যেও ভারত চেষ্টা করেছে কীভাবে সবয়েচেয়ে কম ক্ষতি হয়। দেশের মানুষের অনেক কিছুই বলার রয়েছে। আমাদের বিশাল এয়ার ডিফেন্স সিস্টেম বিশাল কাজ করেছে। পাশাপাশি পয়েন্ট ডিফেন্স সিস্টেম, লো লেভেল এয়ার ডিফেন্স গান, সোল্ডার ফায়ারড ম্যান প্যাড, শর্ট রেঞ্জ গান, লং রেঞ্জ মিসাইল আমাদের কাজে এসেছে। পাকিস্তান যে ড্রোন ও আন ম্যানড ভেহিকেলস পাঠিয়েছে তা আমাদের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভেস্তে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার কমান্ড সবটাই দেখাশোনা করেছে। এর পাশাপাশি আমাদের পুরনো অস্ত্রগুলোও ভালো কাজ করেছে।

error: Content is protected !!