ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব ভারতীয় সেনার

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতরাতে কুপওয়াড়া, পুঞ্চ জেলার কাছে গুলিবর্ষণ পাক সেনার। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনারও।

error: Content is protected !!