আজ বিকেলেই শেষ পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব

 রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ। বুধবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। আগামী ৮ জুলাই অর্থাৎ শনিবার ভোটগ্রহণ। রাজ্যের ৬১ হাজার ৬৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে শনিবার সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  রাজ্য নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৩৪। দার্জিলিং ও কালিম্পং জেলায় দ্বিস্তর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং বাকি ২০টি জেলাতে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নির্বাচন হবে। শুক্রবার সকাল ১০টার মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনী নির্ধারিত এলাকায় পৌঁছে যাবে। নির্বাচনের গণনা হবে আগামী ১১ জুলাই।

error: Content is protected !!