এবার দুর্নীতির অভিযোগে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারেরই সাসপেন্ড করল হাইকোর্ট
পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে বেশ কিছুদিন ধরেই হরিয়ানায় শোরগোল চলছিল। বিচারক এবং তাঁর কয়েকজন আত্মীয় দুর্নীতিতে যুক্ত। অর্থের বিনিময়ে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন সুধীর পারমার। এই অভিযোগে গত ১৮ এপ্রিল পারমারের বাড়িতে হানাও দিয়েছিল হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন শাখা। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সঙ্গে বেশ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট গত বৃহস্পতিবার পারমারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।