
৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর নিজাম প্যালেস থেকে এমএলএ হস্টেল গেলেন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী
প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসবাদের পর সিবিআই দফতর থেকে বের হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন মন্ত্রী। রাত সাড়ে ১০টা নাগাদ দফতর থেকে বের হন তিনি। এরপর সোজা এমএলএ হস্টেলে যান তিনি। ৩৬ ঘণ্টা ধরে ‘নিখোঁজ’ ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। দমদম বিমানবন্দর থেকে অবশেষে নিজাম প্যালেসে পৌঁছন তিনি। এফআইআর দায়ের হওয়ার পর, সিবিআই দফতরে হাজিরা দেন স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী।