
বাঙালিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে এবার পুলিসি মামলায় ফাঁসলেন পরেশ রাওয়াল
‘মাছে-ভাতে বাঙালি’কে নিয়ে বেফাঁস মন্তব্য করে এবার পুলিসি মামলায় ফাঁসলেন পরেশ রাওয়াল। অভিনেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য অভিনেতা তথা বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তালতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার জন্য পুলিসের কাছে আর্জি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অভিনেতার ওই মন্তব্য বাঙালিদের প্রতি অবমাননাসূচক। এখন বহু বাঙালি রাজ্যের বাইরে থাকেন। তাই তাঁর আশঙ্কা, অভিনেতা পরেশ রাওয়ালের ওই মন্তব্যের জেরে তাঁরা কুসংস্কারবশত টার্গেট হতে পারেন! পুলিসকে লেখা চিঠিতে এমনটাই বলেছেন সেলিম। শত্রুতা তৈরিতে উসকানি, ইচ্ছাকৃত অপমান, জনগণের সঙ্গে দুর্ব্যবহার- ভারতীয় সংবিধানের ইত্যাদি একাধিক ধারায় পরেশ রাওয়ালকে অভিযুক্ত করারও দাবি জানিয়েছেন তিনি।