সিনেমা হলেই রিলিজ করছে ‘সাইনা’

সিনেমা হলে রিলিজ করছে ‘সাইনা’। পরিচালক অমল গুপ্তে ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ছবি বানিয়েছেন। মূল চরিত্রে পরিনীতি চোপড়া। প্রথমে ঠিক ছিল ওটিটি প্ল্যাটর্ফমেই রিলিজ করবে ছবিটি। কিন্তু শেষমেশ সিনেমা হলেই ছবিটি রিলিজ করার সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা। ২৬ মার্চ গোটা দেশজুড়ে মুক্তি পাবে ‘সাইনা’।

error: Content is protected !!