বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ রাষ্ট্রপতির

আজ, সোমবার শুরু হল ২০২২-এর বাজেট অধিবেশন। শুরুতেই বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যে শুরু হয় অধিবেশন।  মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে নিজের ভাষণে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সাফল্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ৷ তিনি বলেন, “কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দক্ষতা প্রমাণিত টিকাকরণ কর্মসুচিতে ৷ এক বছরেরও কম সময়ের মধ্যে রেকর্ড ১৫০ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ সর্বাধিক সংখ্যক টিকার ডোজ দেওয়ার ক্ষেত্রে বিশ্বের মধ্যে যে সব দেশ উপরের দিকে রয়েছে, আমরা তাদের মধ্যে অন্যতম ৷”

একনজরে দেখ নিন উদ্বোধনী ভাষণে কী বললেন রাষ্ট্রপতি –

  • উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছে দেশবাসী।
  • জৈব চাষে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • কৃষকদের জন্য চালু হয়েছে ‘কিসান রেল’।
  • ২২ লক্ষ কোটির রফতানি করেছে ভারত।
  • এই সরকারের আমলে সুরক্ষানীতিতে জোর।
  • সমুদ্র সুরক্ষাতেও কড়া নজর।
  •  ফসল বিমা যোজনায় ৮ কোটির উপর কৃষক উপকৃত।
  • স্টার্ট আপের জন্য নতুন ৬ লক্ষ চাকরি হয়েছে।
  •   করোনা আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে।
  • ডিজিটাল ভারত গঠনে বড় সাফল্য মিলেছে।
  • সবচেয়ে দ্রুত বিকাশশীল ভারতের অর্থনীতি।
  • কুপ্রথা থেকে দেশকে রক্ষা করেছে সরকার।
  • ৬৩০ বিলিয়ন ডলারের বেশি বিদেশি মুদ্রার ভাঁড়ার ভারতের।
  • জলজীবন মিশন বদলেছে বহু মানুষের জীবন।
  • মহিলাদের আত্মনির্ভর করায় জোর।
  • ফসল বিমার সুবিধা পাচ্ছেন কৃষকরা।
  • করোনা কালেও রেকর্ড রফতানি।
  • ভারতের তৈরি তিন কোভিড টিকাকে WHO-র স্বীকৃতি।
  • দেশের ৭০ শতাংশ মানুষ করোনা টিকা পেয়েছেন।
  • ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত।
  • ২৭ হাজার গ্রামে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড।
  • জৈব চাষে জোর দিয়েছে কেন্দ্র।
  • ‘সব কা সাথ সব কা বিকাশ’ এই সরকারের মূলমন্ত্র।
  •  দেশকে আত্মনির্ভর করতে বদ্ধপরিকর সরকার।
  • কৃষিতে সাফল্যের মূল কারিগর ছোট চাষিরা।
  • খারিফ মরশুমে রেকর্ড ধান কিনেছে সরকার।
  •  বিশ্ব অর্থনীতিতে ভালো জায়গা ভারতের।