‘আমার কোনও টাকা নেই’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
উদ্ধার হওয়া টাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আনা হয়। হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার কোনও টাকা নেই।’ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা। তদন্তকারীদের জেরায় অর্পিতা সেই টাকা নিজের নয় বলে দাবি করেছেন। তিনি জানিয়েছিলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার কোনও টাকা নেই।’ এর আগে শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার আগে পার্থকে সেই ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সময় এলেই বুঝতে পারবেন কে ষড়যন্ত্র করছে।’ অন্যদিকে ইডির গোয়েন্দারা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছেন সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৮ কোটি টাকা রয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার টাকা, টাকার উৎস কী, কোন লেনদেনের জন্য এই টাকা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা।