মাঝরাতে বর্ধমানে পুড়ে ছাই যাত্রীবাহী বাস

কলকাতা থেকে দুমকার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। গভীর রাতে যাত্রীরা যখন ঘুমে আচ্ছন্ন আচমকা টায়ার ফাটার মতো শব্দে ঘুম ভাঙে তাঁদের। সেই সময় বাসটি বর্ধমানের নবাবহাটের কাছে পৌঁছেছিল। চালক তাকিয়ে দেখতে পান নীচে ইঞ্জিনের কাছ থেকে আগুনের ফুলকি বেরচ্ছে। তড়িঘড়ি সব যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন তিনি। যাত্রীরা নেমে যাওয়া কিছু পরই দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেটি। তবে চালকের তৎপরতায় কোনও যাত্রীই জখম হননি। নাহলে আরও বড় ক্ষতি হতে পারতো বলেই মনে করছেন সকলে।

error: Content is protected !!