
সেবকের কাছে যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩
একটি যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সেবক যাওয়ার পথে ১০ মাইল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এখনও আহত ও মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।