দক্ষিণ-পূর্ব রেলের নলপুরে ট্রেন অবরোধ

নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবিতে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে ভোর থেকেই ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীরা। এদিন প্রথম আপ লোকাল ভোরে নলপুল ষ্টেশনে পৌঁছতেই নিত্যযাত্রীরা রেল লাইনের উপর বসে ট্রেন অবরোধ শুরু করে। যাত্রীরা ট্রেন লাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান । রেল কর্মীদের সঙ্গেও তাদের বচসা শুরু হয় । রেলের তরফে বারবার মাইকিংয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও কর্ণপাত করেননি বিক্ষুব্ধ যাত্রীরা। তাদের অভিযোগ রাজ্যে করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হলেও এখনও লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দীর্ঘক্ষণ স্টেশেনে ট্রেন দাঁড়িয়ে থাকার পর অবশেষে উঠে যায় অবরোধ।
 

error: Content is protected !!
05:16