‘পাঠান সাফল্যের পুরো কৃতিত্বই শাহরুখের, তা কেউ কাড়তে পারবে না’, বললেন সলমন খান
বক্স অফিসে পাঠানের ঐতিহাসিক সাফল্যের পুরো কৃতিত্বই শাহরুখ খানের, অকপট সলমন। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে শাহরুখ খান অভিনীত পাঠান প্রথম ছবি যার ব্যবসা ১০০০ কোটি টাকা পার করেছে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলেছিল সলমন খানের। কয়েক মিনিটের জন্যে পাঠানে ভাইজানের দর্শনই নাকি ছবিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে, পাঠান সাফল্যের পর অনেকের মুখেই এমন মন্তব্য শোনা গিয়েছে। তবে নিজের গা থেকে সেই প্রশংসা একেবারেই ঝেড়ে ফেললেন সলমন খান (। বললেন পাঠান সাফল্যের গোটা ভাগীদার শাহরুখ এবং প্রযোজক আদিত্য চোপড়া। শনিবার জনপ্রিয় টক শো ‘আপ কি আদালত’এ হাজির হবেন সলমন খান। মুখোমুখি হবেন সঞ্চালক রজত শর্মার। ইতিমধ্যেই শোয়ের ছোট ছোট ক্লিপিং ভাইরাল হয়েছে নেটপাড়ায়। এমনই এক ক্লিপে দেখা যাচ্ছে, সঞ্চালক রজত শর্মা ভাইজানকে বলেছেন, অনেকে মনে করছেন পাঠান হিট করার পিছনে সলমনের অবদান রয়েছে। সঞ্চালকের প্রশ্ন শেষ করার আগেই তাঁকে থামিয়ে দিয়ে ভাইজান বলেন, ‘একেবারেই নয়। পাঠান সাফল্যের কৃতিত্ব শাহরুখ খানের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আদিত্য চোপড়ার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভক্তরা তাঁর ছবি দেখার জন্যে মুখিয়ে ছিলেন। সঠিক সময়ে সঠিক ছবি মুক্তি পেয়েছে। আর শাহরুখ সাফল্য পেয়েছে’।