
মুক্তির এক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে শাহরুখের পাঠান
মুক্তির এক দিনের মধ্যেই ১০০ ছুঁল শাহরুখ খানের পাঠান। শুধু দেশে নয় এবার বিদেশেও রেকর্ড গড়ার পথে পাঠান। মু্ক্তির এক দিনের মধ্যেই ১০০কোটির ক্লাবে পৌঁছে গেল পাঠান। ভারত ছাড়াও দেশের বাইরে ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে প্রায় ২৫০০-র বেশি স্ক্রিনে মু্ক্তি পায় শাহরুখ-দীপিকা ও জন অভিনিত পাঠান। তবে মুক্তির আগেই প্রায় ৫০কোটির বেশি ব্যবসা করে বক্স অফিসে অ্যাডভান্স টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে পাঠান। এবার বিশ্বজুড়ে কোনও হিন্দি ছবির এই প্রথম দ্রুততম ১০০কোটির বক্স অফিস কালেকশন করে নতুন রেকর্ড গড়ল শাহরুখের পাঠান।