চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি হাসপাতালে শূন্যে গুলি চালালো রোগীর আত্মীয়রা, ধৃত ৪

বেসরকারি হাসপাতালে শূন্যে চলল গুলি ৷ এই গুলি চালানোর অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ এমনকি পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ । গুলি ছোড়া এবং পুলিশের উপরে আক্রমণ করার অভিযোগ স্বীকার করে নেন এসিপি দুর্গাপুর সুবীর রায় । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তাকর্মী সহ অন্যান্য রোগীর আত্মীয়রা । ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে বিক্ষোভ দেখাতে থাকে বাসুদেব পালের পরিবারের লোকজন । বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবারের লোকজন একসঙ্গে হাসপাতালে ঢুকতে চায় এবং চিকিৎসকের সঙ্গে দেখা করার দাবি জানায় । সেই সময় হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিবারের লোকজনের । এরপরেই পুলিশের উপস্থিতিতেই একজন আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । বেসরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তা কর্মী বর্ণালী চৌধুরী বলেন, “বচসার সময় রোগীর আত্মীয়দের মধ্যে একজন তিন রাউন্ড গুলি ছোড়ে । হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং পুলিশকে মারধর করতে উদ্যত হয় রোগীর আত্নীয় পরিজনেরা । আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম ।” যদিও পরবর্তী সময় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় মূল অভিযুক্ত তাপস রায়-সহ চারজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ ৷ তাঁদের কাছে থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও । ধৃতদের নাম তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা । এই ঘটনার বিষয়ে এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “হাসপাতালে শূন্যে গুলি ছোড়া হয়েছে ৷ পুলিশের উপরও আক্রমণ হয়েছে ৷ আমরা দুটি ফাঁকা কার্তুজ পেয়েছি । আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছি ৷  যদিও যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তার দাবি, এই বন্দুকের লাইসেন্স রয়েছে । 

error: Content is protected !!