
ফের ব্যর্থ অধিনায়ক পন্থ, সহজেই জিতল শ্রেয়সের পঞ্জাব
রবিবারের সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস ও শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। এদিন ধরমশালাতে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে প্রথমে প্রিয়াংশ আরিয়ার উইকেট গেলেও ঝড় তোলেন প্রভসিমরন(৯১)। লখনউয়ের বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন তিনি। মাঝে ঝোড়ো ব্যাটিং করেন জস ইংলিশও(৩০)। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়সও(৪৫) ভালো ইনিংস খেলেন। তাঁদের কাঁধে ভর করেই ধরমশালার মাঠে লখনউকে ২৩৭ রানের টার্গেট দেয় পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ধরাশায়ী হয়ে যায় লখনউয়ের টপ অর্ডার। অর্শদীপ সিংয়ের দাপুটে বোলিংয়ের জেরে দ্রুত ডাগআউটে ফেরেন নিকোলাস পুরাণ, আইডেন মার্করাম, মিচেল মার্শরা। এমনকী এদিনও লখনউয়ের অধিনায়ক পন্থের(১৮) ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। ব্যর্থ ডেভিড মিলারও(১১)। লখনউয়ের হয়ে লড়ে গিয়েছেন আয়ূষ বাদোনি(৭৪)। তাঁকে যোগ্য সঙ্গ দেন আব্দুল সামাদ(৪৫)। কিন্তু তারপরেও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছেন পন্থরা। পাঞ্জাব এদিন লখনউকে হারিয়েছে ৩৭ রানে।