ইন্ডিগো এয়ারলাইন্সের উপর ৯৪৪ কোটি টাকার জরিমানা ধার্য করল আয়কর বিভাগ 

কর ফাঁকির অভিযোগে ইন্ডিগো এয়ারলাইন্সের উপর ৯৪৪ কোটি টাকার জরিমানা ধার্য করল আয়কর বিভাগ ৷ জানা গিয়েছে, সম্প্রতি সংস্থার পেরেন্ট কম্পানি ‘ইন্টারগ্লোভ এভিয়েশন’-কে এই মর্মে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ ৷ যদিও সংস্থার দাবি, বিষয়টি সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক ৷ এর বিরুদ্ধে আদালতে আবেদন করা বলেও জানিয়েছে ইন্ডিগো ৷ সংস্থা আরও জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবর্ষের মূল্যায়নের উপর ভিত্তি করে এই জরিমানা ধার্য করা হয়েছে ৷ সংস্থার তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, “সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক মূল্যায়নের উপর ভিত্তি করে আয়কর আইনের ১৪৩(৩) ধারার অধীনে সংস্থার উপর জরিমানা ধার্য করা হয়েছে ৷ নির্দেশের বিরুদ্ধে আয়কর বিভাগের কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হলেও, তা খারিজ হয়ে গিয়েছে ৷ আয়কর বিভাগে বিষয়টি এখনও বিচারাধীন ৷” সংস্থার দাবি, সম্পূর্ণ ভুলভাবে তাদের উপর বিপুল অঙ্কের জরিমানা ধার্য করেছে আয়কর বিভাগ ৷ কোনও আইন না-মেনেই জরিমানা ধার্য করা হয়েছে বলে আইনি পদক্ষেপ করা হবে ৷ তবে এই নির্দেশের কোনও প্রভাব সংস্থার আয় থেকে শুরু করে পরিষেবা ও অন্য কার্যকলাপের উপর প্রভাব পড়েনি বলে জানিয়েছে উড়ান সংস্থা ৷ আয়কর আইনের ১৪৩(৩) ধারার অধীনে প্রতি অর্থবর্ষে একটি বিস্তারিত মূল্যায়ন করা হয়৷ এই মূল্যায়নটি ‘স্ক্রুটিনি মূল্যায়ন’ নামেও পরিচিত ৷ এই মূল্যায়নের অধীনে আয়কর রিটার্নে করদাতাদের বিভিন্ন দাবি, করের উপর ছাড় প্রভৃতি বিষয়ের সত্যতা নিশ্চিত করার জন্য ভালোভাবে যাচাই করা হয় ৷ উল্লেখ্য, অতীতেও দেশের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে একাধিকবার কর না দেওয়া সংক্রান্ত অভিযোগ উঠেছে ৷ যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে এই অভিযোগ নতুন কোনও বিষয় নয় ৷ সংস্থাগুলি প্রায়ই এই ধরনের মূল্যায়নের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে থাকে ৷

error: Content is protected !!