প্যারিসে বন্দুকবাজের হামলায় মৃত ২, জখম ৪

বড়দিনের আগে এলোপাথারি গুলি চলল ফ্রান্সে। ফ্রান্সের প্যারিসে বন্দুকবাজের হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ জন। গুলিবিদ্ধ আরও ৪ । দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিস। কেন এই হামলা? তা অবশ্য স্পষ্ট নয়। প্রশাসনের তরফে টুইটে ঘরে থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।  প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে  প্যারিসের আহমেদ কায়া কুর্দিশ সংস্কৃতি সেন্টারে হাজির হন এক ব্যক্তি। এরপর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করেন তিনি। ৭-৮ রাউন্ড গুলি চলে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত স্থানীয় মেট্রো স্টেশনের সামনে থেকে হামলাকারী গ্রেফতার পুলিশ। 

error: Content is protected !!