কবিগুরু রবীন্দ্রনাথকে অপমানের জবাবে বিজেপিকে ধরনা মঞ্চে তোপ তৃণাঙ্কু-র

কবিগুরু রবীন্দ্রনাথকে অপমানের জবাবে আগামীতে বাংলার মানুষ বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। শান্তিনিকেতনের ধর্নামঞ্চে এসে বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর ছাড়াও এদিনের সভায় ছিলেন ছাত্র পরিষদ সহসভাপতি কোহিনুর মজুমদার, সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। তৃণাঙ্কুর বলেন, রবীন্দ্রনাথের অপমানের প্রতিবাদ আমাদের নেত্রী করেন। কোথায় রাজ্যপাল? যেখানে সুযোগ পান সেখানে চলে যান। এখানে আসছেন না কেন? এখানে এসে কেন বলছেন না, ফলক সরাও। রবীন্দ্রনাথ নামাঙ্কিত ফলক বসাও। বিজেপির অঙ্গুলিহেলনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এসব করার সাহস পাচ্ছেন। রবীন্দ্রনাথের নাম বাদ দিয়ে শুধু অপমান নয়, বিজেপি রবীন্দ্রনাথকে অস্বীকার করতে চাইছে। রবীন্দ্রনাথকে অপমান মানে বাংলার অপমান। আমাদের আইডেনটিটির অপমান। আগামী দিনে বোলপুরের মানুষ বিচার করবে তারা বিশ্বকবি রবীন্দ্রনাথের অপমান মেনে নেবে না।

error: Content is protected !!