উলুবেড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত ১, আটক ৩

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার ১ নং ব্লকের হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতের গদাইপুর পশ্চিম পাড়ায়। মৃত দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি। সেই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিস জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ মোরসেলিমের বাড়িতে চুরির জন্য হানা দেয় তিন দুষ্কৃতী। বাড়ির লোকেরা চিৎকার করলে দুই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হন। তবে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তাকে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। অভিযোগ, এক ব্যক্তিকে ধরার পর তাঁকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। রাতে বাড়ি ঢুকে চুরি করতে এসেছে এই অভিযোগে তুলে তাঁরা চড়াও হয় ধৃত ব্যক্তির উপর। বেদম মারধরের ফলে গুরুতর আহত হন অভিযুক্ত ব্যক্তি। তাঁকে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে আজ, রবিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!