সুস্থ আছেন মুখ্যমন্ত্রী, চলছে ফিজিয়োথেরাপি

সুস্থ আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তাকে দেখতে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যান। এদিন থেকে তার ফিজিয়োথেরাপি শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা নিয়ে একটি স্বাস্থ্য বুলেটিন রাতে প্রকাশিত হয়। ওই বুলেটিনে জানানো হয়েছে,তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়ছে। তবে নড়লে তার ব্যাথা এখনো হচ্ছে। চিকিৎসকদের দল এবং ফিজিয়োথ্রেপিস্ট তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আজকে দুঘন্টা তাকে ফিজিয়োথেরাপি করা হয়েছে। এখন নড়তে চড়তে বারন করা হয়েছে তাকে। তাকে ফিজিয়োথেরাপি করে যেতে হবে বেশ কয়েকদিন। তাকে পরীক্ষা করার পর এমনটাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে ফেরার পথে তার হেলিকপ্টার বৈকন্ঠপুর এর জঙ্গলের ওপরে ঝড়ের কবলে পড়ে। হেলিকপ্টারের পাইলট তৈরি ঘড়ি হেলিকপ্টার ঘুরিয়ে শিলিগুড়ির সেবকে সেনাবাহিনীর ক্যাম্পাসে অবতরণ করে। সেই সময় হেলিকপ্টার অতি দ্রুত নামতে গিয়ে মুখ্যমন্ত্রী কোমরে ও পায়ে চোট পান। এরপর কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য যান। চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। কিন্তু তিনি চিকিৎসার সব ব্যবস্থা বাড়ি থেকে করবেন বলে হাসপাতাল থেকে চলে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!