ওবিসি শংসাপত্র নিয়ে জনস্বার্থ মামলা

 ওবিসি শংসাপত্র সংক্রান্ত সুপ্রিম কোর্টে মামলার পরিপ্রেক্ষিতে নতুন করে সমীক্ষা শুরু করেছে রাজ্য। এবার তার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জমা পড়ল। মামলাকারী আইনজীবীর বক্তব্য, হাইকোর্টের নির্দেশ ছিল সব জনজাতির ভিত্তিতে সমীক্ষা করতে হবে। সেখানে মাত্র 113টি জনজাতির উপরে কেন সমীক্ষা হবে ? বাছাই করে সমীক্ষা করার নীতি নেওয়া হবে কেন ? প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দত্তের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিল। গত বছর 22 মে কলকাতা হাইকোর্টেকর বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশ ছিল, 2010 সালের পর থেকে জারি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহারও করা যাবে না। নতুন করে সার্ভে করে কারা ওবিসি তালিকাভুক্ত হবেন তা নির্ধারণ করবে রাজ্য সরকার। পরবর্তী সময়ে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।কয়েকদিন আগে হাইকোর্টের নির্দেশ এতদিনেও কার্যকর করা হচ্ছে না কেন তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে আদালতে তলব করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে মুখ্যসচিব ক্ষমা চেয়ে নিয়ে জানিয়েছিলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ হবে ৷ ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে স্বজন পোষণ হয়েছে-এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় পুরনো তালিকা বাতিল করেছিল হাইকোর্ট। কিন্তু নতুন করে রাজ্য সরকার যে সার্ভে শুরু করেছে সেখানেও একাধিক জনজাতিকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

error: Content is protected !!