মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই চলছে স্কুল, গরমের ছুটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
তীব্র গরমের জেরে স্কুলপড়ুয়াদের জন্য ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৪৫ দিনের লম্বা ছুটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই বলেছিলেন এর ফলে ক্ষতি হবে পড়ুয়াদের। তবে রাজ্যের কয়েকটি স্কুল মুখ্যমন্ত্রীর নির্দেশ একেবারে অমান্যই করল। নৈহাটির তিনটে স্কুলে আজও পরীক্ষা চলল। তারকেশ্বরের একটি স্কুলেও দেখা গেল একই ঘটনা। এই স্কুলগুলি সবই সরকারি স্কুল। অভিভাবকরাও স্কুল খোলার পক্ষে। আজ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। তারা জানিয়েছে, তাপপ্রবাহ চলবে চার থেকে পাঁচদিন। তার জন্য ৪৫ দিন ধরে স্কুল বন্ধ রাখলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। গত সপ্তাহের ভয়াবহ দাবদাহের পর শনিবার কলকাতার আবহাওয়ায় স্বস্তির মেজাজ। রবিবারও রাতের দিকে অনেকটাই বৃষ্টি হয়েছে। গোটা দক্ষিণবঙ্গেই গরমের তেজ কিছুটা কমেছে।