মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আটকে গেল বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আটকে গেল একটি আস্ত বিমান। তবে কোনও প্রাণহানী ঘটেনি। জানা গিয়েছে,  রবিবার রাতে মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে একটি ছোট বিমান। বিমানটি নীচু হয়েই উড়ছিল। দশতলা সমান বাড়ির উচ্চতায় উড়ছিল বিমানটি। তখন প্রবল বৃষ্টি চলছিল। এরপরই সোজা গোত্তা মেরে রথবেরি ডক্টর অ্যান্ড গোশেন আরডিতে একটি বিদ্যুতের খুঁটিতে আটকে যায় বিমানটি। যার জেরে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।ওয়াশিং পোস্ট স্থানীয় প্রশাসনকে উদ্ধৃতি করে জানিয়েছে মন্টগোমারি এলাকায় প্রায় ৯০ হাজার মানুষের বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁরা সকলেই সমস্যায় পড়েন। এর মধ্যে মন্টগোমারি পুলিশের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। টুইটে বলা হয়েছে, সাধারণ মানুষ যেন বাড়ির বাইরে না বেরোন। কারণ, যত্রতত্র বিদ্যুতের তার রাস্তায় পড়ে রয়েছে। তাই দুর্ঘটনা ঘটে যেতে পারে। বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান। 

error: Content is protected !!