
বাংলাদেশের পালাবদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি মোদি-ইউনূস
প্রাথমিকভাবে ধোঁয়াশা থাকলেও শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলন উপলক্ষে দ্বি-পাক্ষিক বৈঠকে মুখোমুখি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথম মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা ৷ ব্যাঙ্ককে চাও ফ্রায়া নদীর পাশে শাংরি-লা হোটেলে আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসতেও দেখা যায় তাঁদের ৷ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার আয়োজিত নৈশভোজের পর বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক নিয়ে জল্পনা শুরু হয় ৷ অগস্টে গণঅভ্যুথানে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় ৷ 5 অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন আওয়ামী লীগের নেত্রী ৷ এরপর 8 অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ তাঁর নেতৃত্ব দেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ৷ এরপর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, হিংসার ঘটনায় বারবার ভারত সরব হয়েছে ৷ সনাতন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ জানায় ভারত সরকার ৷ ফলে, দু’দেশের সম্পর্কের ফাটল ক্রমশ বাড়তে থাকে ৷