নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

আজ পয়লা বৈশাখ। আজ, শুক্রবার টুইট করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘‌শুভ নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা।’‌ এবার আর তিনি বাংলায় নয়, ইংরেজি হরফেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।  অন্যদিকে আজ  সকালে বাংলার মানুষকে চিরাচরিত রীতি মেনেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, ‘‌শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।