
‘কাউকে ছাড়া হবে না’, পহেলগাঁও রিসর্টে জঙ্গি হামলায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির
জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫ পর্যটকের। আহত আরও ১২। গোটা ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। মঙ্গলবারই দু’দিনের বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই জঙ্গি হামলার নিন্দা করে মোদি লিখেছেন, “জম্বু-কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই জঘন্য কাজে জড়িত কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।” অমরনাথ যাত্রার আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই অঞ্চলে এদিন পর্যটকদের উপরে হামলা হয়। এখনও পর্যন্ত পাঁচ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেদ্দা থেকেই প্রধানমন্ত্রী মোদি ফোন করে অমিত শাহকে দ্রুত কাশ্মীরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা। ইতিমধ্যেই উপত্যকায় যাওয়ার তোরজোড় শুরু করেছেন শাহ। এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই হামলার পর রামবান থেকে শ্রীনগরে ফিরেছেন।