
‘নেপালের মানুষের পাশে আছে ভারত’, বার্তা প্রধানমন্ত্রী মোদির
শুক্রবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রকৃতির রুদ্র রোষে পড়া প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দিলেন সবরকম সাহায্যের। শনিবার সকালে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “নেপালের ভূমিকম্পে প্রাণ হারানো সকলের জন্য আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত। আমাদের সংহতি নেপালের মানুষদের সঙ্গে রয়েছে। নেপালকে সবরকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমাদের সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।”