
২ দিনের মরিশাস সফরে প্রধানমন্ত্রী
ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা মজবুত করতে মরিশাস পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু’দিনের এই সফরে দ্বীপরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন মোদি ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্যে দীর্ঘ কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে সেদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি ৷ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের আমন্ত্রণে এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছতেই মোদিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নবীন ৷ মোদিকে অভ্যর্থনা জানাতে মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের প্রায় 200 জন কূটনীতিক ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা ৷ দু’দিনের এই সফর প্রসঙ্গে আশাবাদী মোদি ৷ দ্বীপরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছনো মাত্রই এক্স হ্যান্ডেলে সেকথা জানিয়ে পোস্টও করেন তিনি ৷ লেখেন, “বন্ধু তথা প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের অভ্যর্থনায় আপ্লুত ৷ এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী ৷”