প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদির

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যাতে প্রধান অতিথি হিসেবে হাজির থাকেন, সেই আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট  বাইডেন ভারতে হাজির হলে, তাঁর সঙ্গে ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা আরও জোরদার হবে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। মার্কিন প্রতিনিধি গারসেটি জানান, ২০২৪ সালের ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নরেন্দ্র মোদী জো বাইডেনকে আমন্ত্রণ জানান।

error: Content is protected !!