
বায়ুসেনা প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদি
পহেলগাঁওয়ে হামলাকারীদের যে সহজে ছেড়ে দেওয়া হবে না, তা আগেই স্পষ্ট করেছিল ভারত। সেই মতো ধীরে ধীরে জাল গোটাচ্ছে সরকার। নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকও করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ক্রমশ রক্তচাপ বাড়াচ্ছে পাক সরকারের। এমন পরিস্থিতিতে রবিবার এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে সরকারি ভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো না হলেও, সূত্রের দাবি প্রায় ৪০ মিনিট ধরে এই বৈঠক চলেছে। মিটিংয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে খতিয়ে দেখা হয়েছে প্রস্তুতি। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ‘জঙ্গি আশ্রয়দাতা’ পাকিস্তানকে কড়া বার্তা দিতে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন মোদি। ২৬ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর। চলতি সপ্তাহে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর সঙ্গেও বৈঠক করেন তিনি। এরপর আজ মোদি বৈঠক করলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং-এর সঙ্গেও। যা রীতিমতো চাপে রাখছে পাকিস্তানকে। এবার কি তবে ফের এয়ারস্ট্রাইক? নাকি নতুন কোনও প্রত্যাঘাত? চিন্তায় পাকিস্তান।