‘তৃতীয়বার ক্ষমতায় ফিরে দেশের অর্থনীতি ৩ নম্বর নিয়ে যাব’, দাবি প্রধানমন্ত্রীর

২০২৪ লোকসভা নির্বাচনে জিতে ফের তাঁর নেতৃত্বেই সরকার গঠন হতে চলেছে মোদি সরকার ৷ বুধবার দিল্লিতে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রীর দাবি, তাঁর তৃতীয় সরকারের আমলেই বিশ্বের বৃহৎ তিনি অর্থনীতির অন্যতম হয়ে উঠবে ভারত ৷ নরেন্দ্র মোদি এও বলেন, ‘আমাদের প্রথম দফায় অর্থনীতির নিরিখে দশম স্থানে ছিল ভারত। আমাদের দ্বিতীয় দফায় এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমি দেশবাসী বলতে চাই, তৃতীয় দফায় অর্থনীতি বিশ্বের প্রথম তিনে থাকবে। আমার তৃতীয় দফায় বিশ্বের প্রথম ৩  অর্থনীতির তালিকায় থাকবে ভারত। এটাই মোদীর গ্যারান্টি’। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ভারতের পরিকাঠামোয় বদল আসছে। বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ, সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম দীর্ঘতম সুড়ঙ্গ, সবচেয়ে বড় স্টেডিয়াম, সবকিছুই এখন ভারতে’।

error: Content is protected !!