ইন্ডিয়া গেটের কাছে ২৮ ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরাট মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পূর্ব ঘোষণা মতোই আজ ঠিক সন্ধে সাতটা নাগাদ মূর্তির উন্মোচন করেন তিনি৷ ইন্ডিয়া গেটের শামিয়ানার নিচে দাঁড়িয়ে গ্রানাইট পাথরের ২৮ ফুটের নেতাজির মূর্তি ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৮০ মেট্রিক টনের একটি গ্রানাইটের মোনোলিথিক ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি ৷ ২৬০০০ ঘণ্টার নিরলস পরিশ্রমের পর ৬৫ মেট্রিক টন ওজনের এই মূর্তি গড়ে ওঠে ৷ প্রথাগত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মিশেলে সম্পূর্ণ হাতে তৈরি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে নেতাজির এই মূর্তিতে ৷ অরুণ যোগীরাজের নেতৃত্বে একদল শিল্পী এই ভাস্কর্য উপহার দিয়েছে দেশবাসীকে ৷ বিবৃতিতে বলা হয়েছে, “২৮ ফুট লম্বা নেতাজির মূর্তিটি দেশের অন্যতম সর্বোচ্চ, মনোলিথিক হাতে তৈরি ভাস্কর্য ৷ ২০২২ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গ্রানাইটের তৈরি নেতাদির বিরাট মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে, দেশ যে নেতাজির কাছে ঋণী এটি হবে তার প্রতীক ৷” তেলেঙ্গানার খাম্মাম থেকে ১৪০ চাকার ১০০ ফিট লম্বা ট্রাকে করে দিল্লিতে নিয়ে আসা হয় এই মূর্তি ৷ এদিন রাতে দেশনায়কের মূর্তি উন্মোচন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা অতীতকে পিছনে ফেলে এলাম ৷ কইস্থানে (ওয়ার মেমোরিয়াল) নেতাজির মূর্তি স্থাপন আধুনিক ভারতের আত্মবিশ্বাসকে আরও মজবুত করল বৈকি ৷” মোদি আরও বলেন, “নেতাজির গ্রহণযোগ্যতা এমনই ছিল যে সমগ্র বিশ্বে নেতা হিসেবেই বিবেচিত হতেন তিনি ৷ ওঁর ছিল সাহস, আত্মসম্মান, আইডিয়া, ভিশন এবং নেতৃত্বদানের অসীম ক্ষমতা ৷” তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্রমেই নেতাজিকে ভুলেছে রাষ্ট্র ৷ তাঁর বিভিন্ন ধারণা এবং দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে উপেক্ষিত হয়েছে বলে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু শেষ কয়েকবছরে নেতাজির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার শেষ কয়েকবছরে কেন্দ্রীয় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মোদি ৷ তাই মোদি বলেন, “যদি স্বাধীনতার পর ভারত নেতাজির দেখানো পথ অনুসরণ করত তাহলে দেশ আজ উন্নয়নের শিখরে বিরাজ করত ৷ কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার পর এই মহান নায়ককে আজ ভুলে গিয়েছে দেশবাসী ৷ নেতাজি এবং তাঁর সঙ্গে জুড়ে থাকা সমস্ত দর্শন আজ উপেক্ষিত ৷”

error: Content is protected !!