কলকাতায় গড়ে উঠবে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট
কলকাতায় তৈরি হতে পারে নয়া সেমি কন্ডাক্টর প্ল্যান্ট। আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এই মর্মে আলোচনা সেরে ফেললেন নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনে যোগ দিতেই তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের ফাঁকেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই সেমি কন্ডাক্টর প্ল্যান্ট। কলকাতাতেই তৈরি হওয়ার কথা এই প্ল্যান্ট। কলকাতায় এই প্ল্যান্ট তৈরি হলে রাজ্যে কর্মসংস্থানের বড় সুযোগ খুলে যাবে বলেই মনে করা হচ্ছে।