থাইল্যান্ডে নৈশভোজ পাশাপাশি মোদি-ইউনূস!

 দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ধোঁয়াশা থাকলেও দু’জনের দেখা হওয়া নিয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল ৷ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ৷ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম ইউনূসের সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রীর ৷ ইউনূসের কার্যালয় থেকে একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্ককের চাও ফ্রায়া নদীর পাশে শাংরি-লা হোটেলে আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসেছেন প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী মোদি ৷ এই নৈশভোজের আয়োজন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা ৷ সূত্রের খবর, শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনূস ৷ গত ৫ অগস্ট বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর ৮ অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ তাঁর নেতৃত্ব দেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ৷ এরপর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, হিংসার ঘটনায় বারবার ভারত সরব হয়েছে ৷ সনাতন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ জানায় ভারত সরকার ৷ এই আবহে গত সপ্তাহে চিন সফরে গিয়ে চিনের বাণিজ্য প্রসারের ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের কথা উল্লেখ করেন ইউনূস ৷ বেজিংয়ে মুহাম্মদ ইউনূস বলেন, “ভারতের পূর্ব দিকে সাতটি রাজ্যের চারদিকে শুধুই স্থলভাগ ৷ সমুদ্রের আসার কোনও রাস্তা নেই ৷ এদের সাতটি বোন বলে ডাকা হয় ৷ এখানে সমুদ্রে একচ্ছত্র আধিপত্য আমাদেরই ৷ তাই এই অংশে (চিনের) বাণিজ্যের একটা বিরাট সম্ভাবনা রয়েছে ৷ এই জায়গাটি ব্যবহার করে চিন তাদের অর্থনীতি প্রসার করতে পারে ৷ (চিন) জিনিসপত্র তৈরি করুক, বাজারে বিক্রি করুক ৷ এই সমুদ্র পথে চিনে পণ্য নিয়ে যাওয়া থেকে শুরু করে সেখান থেকে বিশ্বের সর্বত্র সামগ্রী ছড়িয়ে দেওয়া যায় ৷”

error: Content is protected !!