অযোধ্যা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অযোধ্যা থেকে ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন ৷ এই প্রথম নয়া প্রযুক্তিতে তৈরি এই ট্রেন চলাচল শুরু করল ৷ এই উদ্বোধনের মাধ্যমে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গকে জুড়লেন প্রধানমন্ত্রী ৷ কারণ, দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের একটি চলবে বাংলা থেকে ৷ আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন অযোধ্যায় রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে শনিবার রামজন্মভূমিতে পৌঁছে মহর্ষি বাল্মিকী বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তার পর তিনি নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনেরও উদ্বোধন করেন ৷ সেখান থেকেই দু’টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি ৷ এছাড়াও ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হয় প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ৷দেশজুড়ে সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস চলছে শতাধিক ৷ কিন্তু শনিবারই প্রথম রেল ট্র্যাকে নামল অমৃত ভারত এক্সপ্রেস ৷ তাই এই ট্রেন নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ গেরুয়া রংয়ের নয়া প্রযুক্তির এই ট্রেনের একটি আপাতত চলবে বিহার থেকে দিল্লি ৷ আর দ্বিতীয়টি চলবে মালদা থেকে বেঙ্গালুরুর মধ্যে ৷ এ দিন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের একাধিক পদাধিকারী ৷ যে স্টেশনে দাঁড়িয়ে এই উদ্বোধন হল, সেই অযোধ্যা ধাম স্টেশনটিকে নতুন করে সাজাতে খরচ হয়েছে প্রায় ২৪০ কোটি টাকা ৷এ দিন সকালে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন ৷ অযোধ্যায় বিমানবন্দর থেকে রেল স্টেশনে আসার সময় এই রোড শো করেন তিনি ৷ এছাড়া সেখানে তাঁর একটি জনসভাও রয়েছে ৷ সেখান থেকে তিনি উত্তরপ্রদেশের জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ৷