৩ দিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী
৩ দিনের ইউরোপ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার সকালে তিনি জার্মানির উদ্দেশে রওনা দেন । এই বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন দিনের সফরে তিন দেশ ঘুরবেন তিনি। জানা গিয়েছে, জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন নরেন্দ্র মোদি। সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জার্মানি ও ভারতের পারস্পরিক সম্পর্ক মজবুত করার বার্তা দেন তিনি। এছাড়াও মঙ্গলবার ডেনমার্ক ও নর্ডিক দেশগুলিতে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর ফ্রান্স যাওয়ার কথা। সেখানে সদ্য পুনর্নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা আছে তাঁর। উল্লেখ্য, ইউরোপ সফরের ঠিক আগেই ইউরোপ সফরের প্রাক্কালে ইউক্রেনে সকল হিংসা বন্ধ হওয়া উচিত বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।