স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ৷ এদিন সকালে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যের কথা মনে করিয়ে দেন দেশবাসীকে ৷ স্বামীজির জন্মদিন ১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হল জাতীয় যুব দিবস ৷ এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী ৷ স্বামীজির স্বপ্নপূরণের লক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই । জাতির উত্থানের জন্য জীবন নিবেদিত করেছিলেন । দেশ গঠনে তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন তিনি । আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসঙ্গে কাজ করে যাই ।”