
পঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী মোদি, জানালেন জওয়ানদের উদ্দেশ্যে প্রণাম
ভারত-পাকিস্তান সমঝোতার ২দিন পর পঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাকিস্তানের নিশানর মধ্যে এই এয়ারবেসও ছিল ৷ এদিন সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী জওয়ানদের জিজ্ঞাসা করলেন কেমন আছেন তাঁরা ? পিঠ চাপড়ে বাহবা জানানোর পাশাপাশি হাতজোড় করে সকলের উদ্দেশে প্রণাম করলেন ৷ এরপর সকলে মিলে স্লোগান তুললেন, ‘ভারত মাতা কি জয়’ ৷ এদিন আদমপুর ঘাঁটিতে যাওয়ার পর মোদি এক্সে পোস্ট করে লিখেছেন, “আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করেছি। তাঁদের এই নির্ভীকতার জন্য আমি কুর্নিশ জানাই ৷ আমাদের সশস্ত্র বাহিনীর জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে ৷” তাঁর আরও সংযোজন, “অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা যে সাহস, দৃঢ়তা ও কৌশল দেখিয়েছে, তা পুরো জাতির গর্বের বিষয়। আমি আমাদের সেনাবাহিনীকে প্রণাম জানাই। দেশ আপনাদের সঙ্গে আছে।” আজ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এয়ারফোর্স স্টেশনে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ঘাঁটির অভ্যন্তরে তিনি বায়ুসেনার বিভিন্ন ইউনিটের সদস্য ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের মনোবল বৃদ্ধিতে নানা বার্তা দেন। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের প্রতিরক্ষা বাহিনীর পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তাও।